প্রিন্স ফিলিপ এর মৃত্যুতে বৃটেনবাসী একজন অভিভাবক-কে হারালো: তারেক রহমান
বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ পরলোকগমণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীরশোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবাণী দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বাণীতে তারেক রহমান বলেন, “ডিউক অব এডিনবরার মৃত্যু সংবাদ শুনে আমি খুবই মর্মাহত। তাঁর মৃত্যুতে বৃটেনবাসী একজন অভিভাবক–কে হারালো, যিনি রানী এলিজাবেথকে সার্বক্ষণিক দায়িত্ব পালনে সর্বাত্মকভাবে সমর্থন এবং শক্তি যুগিয়েছেন।ব্যক্তি জীবনে অত্যন্ত ভদ্র, নম্র, অমায়িক, সজ্জন এবং দৃঢ়চেতা মানুষ ছিলেন প্রিন্স ফিলিপ।
তিনি বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যুতে শুধু ব্রিটেন নয়, সমগ্র বিশ্ব বিশেষ করে কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহ একজন পরিক্ষিতবন্ধুকে হারালো।
এসময় তিনি আরও বলেন, আমি প্রিন্স ফিলিপের মৃত্যুতে ব্রিটেনের মহামান্য রানী, রাজপরিবার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি, তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।”