ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের কাজ নয়: বাবুনগরী

0

হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন।কাউকে ক্ষমতা থেকে নামানো কিংবা কাউকে ক্ষমতায় বসানো হেফাজতের কাজ নয়। আমরা শান্তিপ্রিয় এবং সহিংসতা রবিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (৮এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন। এসময় তিনি সম্প্রতি হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘হামলামামলা দমনপীড়ন চালিয়ে কখনও সহিংসতা রোধ করা সম্ভব নয়। প্রতিবাদ বিক্ষোভ জানানো জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার হরণ করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। কোনও বিদেশি আধিপত্যবাদী শক্তির প্ররোচনায় কোনও ধরনের আত্মঘাতী হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে সরকারকে আহ্বান করছি।

বাবুনগরী আরও বলেন, ‘বিগত ২৬ মার্চ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরীহ শান্তিপ্রিয় মুসল্লিদের ওপর পুলিশের সহযোগী হেলমেট পরিহিত চাপাতিরামদা হাতে একদল সন্ত্রাসী বিনা উসকানিতে আক্রমণ চালায়। পাশাপাশি পুলিশ ও মুসল্লিদের ওপর গুলি চালায়। এর পরিপ্রেক্ষিতে সাধারণ মুসল্লিরা আত্মরক্ষার্থে গণপ্রতিরোধ গড়ে তোলে।

তিনি বলেন, ‘সেদিনের সংঘাতের ভিডিও গুলোতে স্পষ্টভাবে দেখা গেছে কারা সহিংসতা উসকে দিয়েছিল। সারা দেশের মানুষ ভিডিও গুলো দেখেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও সেদিনের ঘটনা কাভারেজ পেয়েছিল। সেদিন হেফাজতে ইসলামের কোনও কর্মসূচি ছিল না। সুতরাং, নিছক রাজনৈতিক উদ্দেশে হেফাজতের ১৭ জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com