পঞ্চম টেস্টেও করোনা পজিটিভ রিজভীর, দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা পরিবারের

0

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পঞ্চম বারের মতো করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে জ্বর নেই, কাশিও কমেছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালোএবং স্থিতিশীল। তবে তিনি এখনও আইসিউতেই আছেন এবং বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে।

রুহুল কবির রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন বলে বৃহস্পতিবার ( এপ্রিল) জানিয়েছেন চিকিৎসক।

এর আগে, গত বৃহস্পতিবার হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয় এবং অক্সিজেন লেভেল কমে যায়। এরপর তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর জ্বর নেই, কাশিও কমেছে। তবে অক্সিজেন দিতে হয় মাঝে মাঝে।

তিনি আরও বলেন, গত বুধবার তার করোনা টেস্ট করা হলে আবারও পজিটিভ রিপোর্ট এসেছে। এর আগে গত এপ্রিল রুহুলকবির রিজভীর কাশি জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে যায়। এরপরই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেয়া হয়। পরে অক্সিজেন লেভেল আরও কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

ডা. রফিকুল ইসলাম জানান, তিনি বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। কিছু শারীরিক ব্যায়াম তিনি রুহুল কবির রিজভীকে শিখিয়ে দিয়েছেন।

এদিকে, রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে বলে জানিয়েছেন রিজভীর ব্যক্তিগত সহকারী।

তিনি বলেন, রিজভী আহমেদের অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে। তার কাশি কমেছে। এখনো আইসিইউতে আছেন। তারঅক্সিজেন স্যাচুরেশন ৯৫% ওঠানামা করছে। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com