চীনে ট্যাঙ্ক ধস, নিহত ৯

0

পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে একটি প্রিন্টিং এন্ড ডায়িং কারখানায় একটি ট্যাঙ্ক ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪ জন। দেশটির স্থানীয় কতৃপক্ষ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়।

খবরে বলা হয়েছে, হেইনিং নগরীতে মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে হেইনিং লংঝু প্রিন্টিং এন্ড ডায়িং কোম্পানি লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরো ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিউনিসিপাল কতৃপক্ষের এক মুখপাত্র এ কথা জানান।

ওই কারখানার দেয়া ওয়েব সাইটে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর অন্তত ৫০০ কর্মী রয়েছে।

এই দুর্ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.