দেশবাসী সহ দলের অসুস্থ সকল নেতাকর্মীদের জন্য বিএনপির দোয়া মাহফিল
দলের অসুস্থ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি।
রোববার (৪ এপ্রিল) বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর রাজধানীর নয়াপল্টনস্থ জামে মসজিদে এইদোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, করোনাভাইরাস এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুলইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সারাদেশের নেতাকর্মী ও দেশের মানুষ যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।