শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা শিমুল বিশ্বাসের
করোনায় আক্রান্ত শিমুল বিশ্বাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (৪ এপ্রিল) তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শিমুল বিশ্বাস জানান, গত দুই–তিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছেন তিনি। পরবর্তীতে করোনা টেস্ট করালে তার ফলাফল পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।