দেশে গণতন্ত্রের সংকট, এর জন্য জাতি আজ বিপদে: হারুন
কর্মসূচি দেওয়ার পর হেফাজতে ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে সরকার আলোচনা করতে পারতো বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ।
শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ মন্তব্য করেন তিনি।
এর আগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হেফাজতে ইসলাম দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালিয়েছে তার সঙ্গে বিএনপি–জামায়াত যুক্ত ছিলো বলে অভিযোগ করেন। তিনি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
শেখ সেলিমের বক্তব্যের পর হারুনুর রশিদ বলেন, সরকার ২৬ মার্চ থেকে ২৭ মার্চ সব কর্মসূচি বন্ধ রাখতে বলেছিলো তাই আমাদের স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করা হয়, আমরা কর্মসূচি নিয়েছিলাম। আমরা সীমিত আকারে স্মৃতিসৌধে গিয়েছি।
হেফাজত যখন কর্মসূচি দিলো তখন তাদের সঙ্গে সরকার আলোচনা করতে পারতো। এখানে কেন বিএনপিকে জড়ানো হচ্ছে।
এটা গণতন্ত্রের সংকট, এর জন্য জাতি আজ বিপদে পড়েছে।