দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান বিএনপির

0

সরকার বিরোধী দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ( এপ্রিল) বিকেলে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজত ইসলামের আন্দোলন এবং এই আন্দোললে ঢাকাচট্টগ্রামব্রাহ্মণবাড়িয়ায় হতাহতের দায় সরকারের ওপর চাপিয়ে ফখরুল বলেন, ‘এই অবস্থার প্রেক্ষিতে আমরা এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ‘অন্যথায় দুঃশাসন, দুর্নীতি গণতন্ত্র হত্যার দায় নিয়ে এই অবৈধ সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।এই দানবীয় কর্তৃত্ববাদী দখলদার বেআইনি সরকারকে সরিয়ে জনগণের পার্লামেন্ট সরকার গঠনের লক্ষ্যে দেশের সকলগণতান্ত্রিক দল সংগঠন ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com