বাংলাদেশ তার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে চলবে, বাংলাদেশ ভারতের ইশারায় চলবে না’: বাবুনগরী

0

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র ভেবেছিলাম। আসলে ভারত চরমশত্রু। বাংলাদেশ তার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে চলবে, দেশ ভারতের ইশারায় চলবে না। বাংলাদেশ তার দেশের সনদ(সংবিধান) অনুযায়ী চলবে, ভারতের সনদ (সংবিধান) অনুযায়ী চলবে না।

শুক্রবার ( এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী ডাক বাংলো চত্বরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন।

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। ইসলামের জন্য যেমন জিহাদ করব, স্বাধীনতার জন্যও আমরা জিহাদকরব। আমরা স্বাধীনতা বিরোধী নই। রাষ্ট্রক্ষমতা আমাদের আন্দোলনের লক্ষ্য নয়।

হেফাজত আমির বলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ করার একশ ভাগ অধিকার আমাদের আছে।আমাদের বাধা দেয়া হলো কেন? ছাত্রদের প্রতিবাদ মিছিলে গুলি চালাবার কোনো অধিকার প্রশাসনের নাই। যারা বিনাউস্কানিতে ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মাদরাসা ছাত্রদের ওপর পরিকল্পিত ভাবে গুলি চালানো হয়েছে দাবি করে বাবুনগরী বলেন, ‘তারা থানায় পাথর নিক্ষেপ করেছেতার প্রমাণ কি? সেখানে আরও অনেক লোক ছিল। কিন্তু পুলিশ রাস্তায় নেমে ছাত্রদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। পুলিশকেন গুলি করল? এগুলো পরিকল্পিত চক্রান্ত। ময়দানে এগুলোর দাঁতভাঙা জবাব দেব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com