নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্মমহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় বৃহস্পতিবার, এপ্রিল ১, ২০২১ রাতে ঢাকা–১৩ আসন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা–১৩ সংসদীয় আসন (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা) বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৩ আসনের অবিভাবক সাবেক ডেপুটি মেয়র, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জননেতা আবদুস সালাম।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশবাসীসহ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলের আগে এতিম শিশুদের দিয়ে কোরআনখানি অনুষ্ঠিত হয়।
এছাড়া এতিম শিশুদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা জননেতা জনাব আব্দুস সালাম।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি ওসমান গনি শাহজাহান, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন টুয়েল, খায়রুল বাসার মুক্তি, মোঃ সালাউদ্দিন ভুট্টসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।