সরকারের অমানবিক কর্মকাণ্ডে সারাদেশে অশান্ত-অস্থিতিশীল ও সঙ্কটময় পরিবেশ বিরাজ করছে: মহিলা দল
নারীরাও সরকারের আগ্রাসী থাবা থেকে নিস্তার পাচ্ছে না অভিযোগ করে জাতীয়তাবাদী মহিলা দল বলেছে, সরকারের অমানবিক কর্মকাণ্ড সারাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।
গত ২৯ মার্চ দেশব্যাপী মহানগরী সমূহে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি সুলতানা, প্রচার সম্পাদক লিটা দেওয়ান, বন্দর থানা মহিলা দলনেত্রী ফাতেমা কাজল ও পাহাড়তলী থানা মহিলা দল নেত্রী রিনা আক্তারকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েএ বিবৃতি দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
বিবৃতিতে তারা বলেন, ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের কণ্ঠরোধ করতে নির্বিচারে হামলা, গ্রেফতার ও জীবন কেড়েনিয়ে প্রতিশোধ নিচ্ছে বর্তমান কর্তৃত্ববাদী নিষ্ঠুর সরকার। জনগণের প্রতিবাদ–বিক্ষোভে দিশেহারা হয়ে মানুষ হত্যাসহ বিরোধীনেতাকর্মীদেরকে গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে তারা। সরকারের এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে সারাদেশে এখনঅশান্ত, অস্থিতিশীল ও সঙ্কটময় পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করার পরিবর্তে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মানুষেরবুকে গুলি চালিয়ে তাজা রক্তে হাত রঞ্জিত করছে সরকার।
তারা আরও বলেন, বেধড়ক লাঠিচার্জ করে মানুষকে আহত ও পঙ্গু করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনর তবিরোধী নেতাকর্মীদেরকে। মহিলারাও সরকারের আগ্রাসী থাবা থেকে নিস্তার পাচ্ছে না। গতকাল চট্টগ্রামে মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি সুলতানা, প্রচার সম্পাদক লিটা দেওয়ান, বন্দর থানা মহিলা দলনেত্রী ফাতেমা কাজল ও পাহাড়তলী থানা মহিলা দল নেত্রী রিনা আক্তারকে গ্রেফতার সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।
নেতৃবৃন্দ বলেন, দেশে আইন–কানুনের ছিঁটেফোটাও অবশিষ্ট নেই বলেই আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণ ক্রমাগত বৃদ্ধিপাচ্ছে। তবে অতীতের সকল স্বৈরাচারের মতোই বর্তমান আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীরও পতন ঘটাতে জনগণ এখন আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। জনগণের বাঁধভাঙা আন্দোলনের গণজোয়ারে অবৈধ সরকারের সিংহাসন ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা অবিলম্বে মনোয়ারা বেগম মনি, আঁখি সুলতানা, লিটা দেওয়ান, ফাতেমা কাজল ও রিনা আক্তার এর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।