জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা চলবে কি-না জানা যাবে ৮ এপ্রিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকরা (ষড়যন্ত্রমূলক) মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ ৮ এপ্রিল। ওই দিন জানা যাবে তার বিরুদ্ধে দুদকের মামলা চলবে কি–না।
বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সংস্থাটির আইনজীবী মো. খুরশীদ আলম খান।