আগামীকাল আ.লীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির তিন সংগঠনের যৌথ বিক্ষোভ

0

দেশব্যাপী যৌথভাবে বিক্ষোভ করবে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন। স্বাধীনতা দিবসেমানুষ হত্যা এবং যুবলীগছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস নৈরাজ্যেরপ্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

তিনটি সংগঠনের দপ্তর সম্পাদক যৌথভাবে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা দিবসে গুলি চালিয়ে মানুষ হত্যা যুবলীগছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ( এপ্রিল) দেশব্যাপী জেলা মহানগরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের উদ্যোগে যৌথ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ কর্মসূচি সফল করতে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এবং ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, একই কারণে সোম মঙ্গলবার (২৯ ৩০ মার্চ) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।

এর আগে গত ২৭ মার্চ বিএনপির এই তিন অঙ্গ সহযোগী সংগঠন যৌথভাবে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.