আগামীকাল আ.লীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির তিন সংগঠনের যৌথ বিক্ষোভ
দেশব্যাপী যৌথভাবে বিক্ষোভ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। স্বাধীনতা দিবসে ‘মানুষ হত্যা এবং যুবলীগ–ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
তিনটি সংগঠনের দপ্তর সম্পাদক যৌথভাবে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা দিবসে গুলি চালিয়ে মানুষ হত্যা ও যুবলীগ–ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) দেশব্যাপী জেলা ও মহানগরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে যৌথ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ কর্মসূচি সফল করতে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এবং ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, একই কারণে সোম ও মঙ্গলবার (২৯ ও ৩০ মার্চ) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।
এর আগে গত ২৭ মার্চ বিএনপির এই তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে।