রাজশাহী বিএনপির চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিএনপির চার শীর্ষ নেতার বিরুদ্ধে চক্রান্তমূলক রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।