মানুষ হত্যা এবং আ.লীগের অব্যাহত ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ১ এপ্রিল বিএনপির বিক্ষোভ
১ এপ্রিল সারাদেশে বিক্ষোভ করবে বিএনপির তিন সংগঠন
আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।
‘মহান স্বাধীনতা দিবসে মানুষ হত্যা এবং যুবলীগ–ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে জাতীয়তাবাদীস্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে যুবদলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণসম্পাদক কামরুজ্জামান দুলাল জানিয়েছেন।
কামরুজ্জামান দুলাল বলেন, মহান স্বাধীনতা দিবসে গুলি চালিয়ে মানুষ হত্যা ও আওয়ামী যুবলীগ–ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসও নৈরাজ্যের প্রতিবাদে আগামী ১ এপ্রিল দেশব্যাপী জেলা ও মহানগরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে যৌথবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুলকাদির ভুইয়া জুয়েল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুক এবং ছাত্রদলেরসভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে সকল পর্যায়েরনেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।