বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলি, আহত ১০
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার, মার্চ ২৯, ২০২১ গাজীপুর মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশেপুলিশের হামলা, গুলি, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। এতে অন্তত ১০ জন নেতা–কর্মী আহত হন। আহতরা স্থানীয় ক্লিনিকেচিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মহানগর সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুবদলের কর্মী সাইদুল মাহমুদ, মহানগর সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদকেগাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামি দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় গতকয়েকদিনে ১৭জন মানুষ মারা যায়। মহান স্বাধীনতা দিবসে অগণতান্ত্রিক সরকার কর্তৃক এমন ‘হত্যা’র প্রতিবাদে সোমবারবিকেলে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। গাজীপুর মহানগর বিএনপিরযুগ্ম সম্পাদক আবদুস সালাম শামীমের নেতৃত্বে মিছিলটি শহরের আজিম উদ্দিন কলেজ এলাকা থেকে শুরু হয়ে রাজবাড়ীরোডের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। মিছিলটি মাধব বাড়ির সামনে পৌঁছালে পুলিশ নেতা–কর্মীদের উপর গুলি ছুড়ে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার জানান, নেতা–কর্মীরা জেলা শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকরছিলেন। একটি মিছিল নিয়ে বিএনপির অফিসের দিকে যাওয়ার সময় পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করে এবং শর্টগানেরগুলি ছোড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।