জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। আজ মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৪টায় গুলশানেবিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে কি বিষয়ে এই সংবাদ সম্মেলনকরা হবে তা জানাননি শায়রুল কবির।
তিনি বলেন, ‘বিকেল চারটায় দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনেরকার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।’