ভারত থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশ বিলীন হয়ে যাবে: জাফরুল্লাহ

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনের জন্য নয়, বিরোধিতার জন্য জেলে গিয়েছিলেন বলে মন্তব্যকরেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মুক্তিযুদ্ধের সংগঠক জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।কণ্ঠরােধ, হত্যা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সংহতি সভাশীর্ষক এই সভার আয়োজন করে এবি পার্টি।

সভায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মোদি সাহেব বলেছেন, উনি মুক্তিযুদ্ধের সময় জেলে গিয়েছিলেন, কারণ কী। মুক্তিযোদ্ধাদেরজন্য তো ভারতীয় নেতাকর্মীদের বিরোধিতা ছিল না বরং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এক কোটি অসহায় বাঙালির সহায়তা কীভাবে দ্রুত যুদ্ধ শেষ করা যায় সেই পরিকল্পনা নেয়া হচ্ছিল। জন্য রুশভারত চুক্তি হয়েছিল। এটার বিরোধিতা করেছিলহিন্দুসভা। সম্ভবত পাকিস্তানেরও কিছু অর্থ পেয়েছিল। সেই কারণেই তাকে জেলে যেতে হয়েছিল। মুক্তিযুদ্ধের জন্য নয়, মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য জেলে যেতে হয়েছিল।

তিনি বলেন, ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় ভারত লাভবান হয়েছে অনেক বেশি। এখন ভারতথেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশ বিলীন হয়ে যাবে। আমরা ভারতকে অনুসরণ করব না। বিশ্ব আমাদের অনুসরণ করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com