বিনাভোটে বিজয়ী ৬৯ চেয়ারম্যান

0

আসন্ন দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী বেসরকারিভাবেবিজয়ী হয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৬৩ জন সংরক্ষিত নারী সদস্য পদে জনসহ তিন পদে মোট ১৩৮ জনবিনাভোটে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে তথ্য জানা গেছে।

আগামী ১১ এপ্রিল দেশের ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে প্রথম ধাপে ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত রয়েছে।

প্রথম ধাপে চেয়ারম্যান পদে ২৭২ জন, সাধারণ সদস্য পদে ৬৮৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯৫ জন তাদের মনোনয়নপ্রত্যাহার করে নিয়েছেন।

ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা শাখা) মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইউপি নির্বাচনের প্রথম ধাপে গতকাল বুধবারছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপ্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তিনি জানান, প্রথম ধাপে চেয়ারম্যান, সাধারণ সদস্য সংরক্ষিত নারী সদস্য পদে হাজার ৫২ জন মনোনয়ন প্রত্যাহারকরেছেন। এখন প্রথম ধাপে ৩৭১ ইউপিতে তিন পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯ হাজার ২১২ জন।  এর মধ্যে চেয়ারম্যান পদে হাজার ৪৩৭ জন, সাধারণ সদস্য পদে ১৩ হাজার ৫৯৪ জন সংরক্ষিত নারী সদস্য পদে হাজার ১৮১ জন ভোটে আছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com