শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা আরো প্রকট হচ্ছে: বিএনপি

0

সরকারবিরোধী সংগঠনগুলোর যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা এখন আরো প্রকট আকার ধারণকরেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত গণমাধ্যমেপাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠনের কর্মসূচিতে হামলারঘটনায় নিন্দা জানিয়ে তিনি বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, হিংসাশ্রয়ী রাজনীতির ধারক আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণগায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে। বিরোধীদলগুলোর কোন কর্মসূচি দেখলেই সরকার আতঙ্কিত হয়ে দলীয় সন্ত্রাসী কিংবা পুলিশ দিয়ে তা দমণে বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, সরকারবিরোধী সংগঠনগুলোর যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা এখন আরও প্রকটআকার ধারণ করেছে। তরুণ সমাজ যাতে আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মাথাচাড়া দিতে না পারে সেজন্যই তাদেরওপর হামলা চালিয়ে অথবা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ভীত সন্ত্রস্ত রাখা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন পুরোপুরি মাফিয়াদের শাসন চলছে। পোষ্য সন্ত্রাসীদের দিয়ে বর্তমান ভোটারবিহীনসরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার মাধ্যমে দেশে আইনের শাসনের মূলোৎপাটন করেছে।

তিনি বলেন, স্বাধীন রাজনীতি মত প্রকাশের অধিকার কেড়ে নিয়ে অবৈধ ক্ষমতা দখলে রাখতেই বর্তমান আওয়ামীশাসকগোষ্ঠী এই ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের আশ্রয় নিয়েছে। তিনি আরো বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা সরকারের ফ্যাসিবাদী শাসনের আরও একটি নির্মম বহি:প্রকাশ।তবে তরুণ সমাজের ওপর যতই নির্মম আঘাত আসুক, তারা আরও বলীয়ান হয়ে বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখেদাঁড়াবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর ছাত্রলীগের হামলা স্বাধীন সাংবাদিকতারবিরুদ্ধে সরকারের নগ্ন প্রতিবন্ধকতা ছাড়া আর কিছু নয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলারঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।আহত সাংবাদিক নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com