করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান স্থগিত করেছে বিএনপি

0

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পূর্বঘোষিত সব কর্মসূচিস্থগিত করেছে বিএনপি।

বুধবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানানস্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক . খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত আমরা আমাদের ঘোষিত সব কর্মসূচি স্থগিত করলাম। ৩০ মার্চের পরে পুনরায় এসবকর্মসূচির বিষয়ে জানানো হবে।

সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উদযাপন কমিটির সদস্যসচিব আব্দুস সালাম দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারেরও উচিত এই মুহূর্তে সব কর্মসূচি স্থগিত করা।

তিনি বলেন, আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের মাস্ক পরতে অনুরোধ করবো। একই সাথে দূরত্ব বজায় রাখতে বলবো সভাসমাবেশ না করার পরামর্শ দিচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com