রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: উচ্চ পর্যায়ের তদন্ত দাবি বিএনপির

0

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপিরমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি দাবি করেন বলে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরানসালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পর্যন্ত ১১ জনের দগ্ধ মরদেহউদ্ধার করা হয়েছে। দেড় শতাধিক শিশুসহ অসংখ্য নারী, পুরুষ শিশু নিখোঁজ রয়েছেন। হাজারহাজার রোহিঙ্গা শরণার্থীবাড়িঘর, আসবাবপত্র হাড়িয়ে খোলা আকাশের নীচে অত্যন্ত মানবেতর অবস্থায় দিনযাপন করছেন।

মির্জা ফখরুল ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে ক্ষতিগ্রস্ত আহতদের প্রতি সমবেদনা জানান। তিনিসরকার আন্তর্জাতিক সংস্থার প্রতি তাদের পুনর্বাসন সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করারও দাবি জানানতিনি।

মিয়ানমারে হত্যা, নির্যাতননিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এখনপর্যন্ত কার্যকর দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ এনে সরকারের সমালোচনা করেন এবং বিষয়ে দ্রুত কার্যকরপদক্ষেপ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে উখিয়ার বালুখালীর ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তা মুহূর্তেছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও। সর্বশেষ রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় প্রায়সাড়ে ১০ হাজারেও বেশি রোহিঙ্গাদের ঝুপড়ি ঘর। এছাড়া পুড়ে গেছে দেশিবিদেশি বিভিন্ন এনজিও অফিস পুলিশ ব্যারাক।

ঘটনায় ১১ জনের প্রাণহানি ঘটে। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন বলেও জানান গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com