আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আহ্বান বিএনপির
রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা যথাযথ তদন্ত দাবি করেছেন বিএনপির বৈদেশিক যোগাযোগ কমিটির চেয়ারম্যান আমীরখসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।
তাৎক্ষণিকভাবে যেসকল স্বেচ্ছাসেবক জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণে এনেছেন তিনি তাদেরকে অভিনন্দন জানান।
মঙ্গলবার (২৩ মার্চ) ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আমীর খসরু বলেন, ১১ লাখ রোহিঙ্গা মিয়ানমারের বৈধ নাগরিক। জোর করে তাদের নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করেবাংলাদেশে তাড়িয়ে দেয়া হয়েছে, যা একটি ক্ষুদ্র জাতি সত্ত্বাকে নির্মূল করার চরম বহিঃপ্রকাশ। বাংলাদেশ মানবিক কারণে তাদেরআশ্রয় দিলেও মিয়ানমারের নাগরিক অধিকারসহ রোহিঙ্গাদের গ্রহণ করতে দেশটিকে বাধ্য করাই এই সমস্যার সমাধান। সংশ্লিষ্টসকল পক্ষসহ আন্তর্জাতিক মহল কর্তৃক রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের উপর সম্মিলিত চাপ প্রয়োগ করার জন্য তিনি আহ্বানজানান।