বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিকঅবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিহয়েছে। জ্বর এখন নেই। খাবার রুচিও আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে শরীর খুব দুর্বল। ডায়াবেটিস বেড়েছে।
ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে।
তিনি বলেন, আগামী দু–একদিনের মধ্যে ফুসফুসের সিটিস্কেন করা হবে। এছাড়া তার কাশিও কিছুটা কমেছে। অক্সিজেনলেভেলের উন্নতি হয়েছে।
রিজভীর আশু রোগমুক্তি কামনায় তার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত বুধবার (১৭ মার্চ) তার করোনা টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরেবৃহস্পতিবার (১৮ মার্চ) উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।