দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরী : ডাঃ ইরান

0

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশে দৃশমান কিছু অবকাঠামোর উন্নয়ন হলেও নীতিনৈতিকতা মনুষত্বে পচন ধরেছে মন্তব্য করেবাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার মুখোশ পড়ে মুক্তিযুদ্ধেরআকাংখা গনতন্ত্র ভোটাধিকার হরন করা হয়েছে। ৭০ সালে পাকিস্থানীরা ভোটাধিকার দিলেও নব্য আওয়ামী ফ্যাসীবাদিশক্তি জনগনের ভোটাধিকার হরন করেছে। আওয়ামী লীগ দেশের রাজনৈতিক, অর্থনীতি, সামাজিক সংস্কৃতিক চেতনাকেবিভক্ত করে অসুস্থ্যধারা প্রতিহিংসার দাবানল জ্বালিয়ে দিয়েছে। ১৯৭১ সালে রক্তাক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিতবাংলাদেশের ৫০ বছর পুর্তিতে দেশে ভোটবিহীন জবরদখলকারী সরকার ক্ষমতায়। বর্তমান সরকারের সাথে জনগনের কোনসর্ম্পন নাই। তারাই গনতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার শ্লোগান তুলছে, স্বাধীনতার রজত জয়ন্তী পালন করছে।

তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে কারান্তরীন রেখেছে। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতি তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। আইন শৃংখলা বাহীনি সিভিল প্রশাসনকে নগ্নদলীয় করনের মাধ্যমে বিরোধী শক্তি নিধন করছে। এভাবে একটা দেশ সমাজ চলতে পারে না। তিনিবলেন, আমার পিতা মাস্টার ইসমাইল হোসেন একজন শিক্ষানুরাগী পরোপকারী মানুষ ছিলেন। শিক্ষাক্ষেত্রে ইসলামেরপ্রচার, প্রসারে তিনি আমরন কাজ করেছেন। মানুষের সেবা করার নেশা থেকেই আমি রাজনীতিকে বেছে নিয়েছি। আমার পিতামাস্টার ইসমাইল হোসেনের মাগফেরাত কামনায় আপনাদের দোয়া কামনা করছি।

তিনি আজ (শনিবার)  বিকালে ভিটাবাড়ীয়ায় মাস্টার ইসমাইল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ভান্ডারিয়া উপজেলা লেবারপার্টি আয়োজিত আলোচনা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

লেবার পার্টির আহবায়ক ওবায়দুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফউদ্দিন, পিরোজপুর জেলা সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টির সদস্য সচিব সুলতানআহমেদ রানা, কাউখালী উপজেলা সদস্য সচিব সাকিল মাহমুদ, উপজেলা বিএনপিনেতা রুহুল আমিন মুন্সী,  ভান্ডারিয়াউপজেলা সংগঠন সচিব এমদাদুল হক জাহাংগীর, জেলা যুবদলের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবু, পৌর সেচ্ছাসেবক দলেরআহবায়ক মারুফ তালুকদার ছাত্রমিশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নাসরুল্লাহতালুকদার, বরিশাল মহানগর সভাপতি নাজমুল হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাসির উদ্দিন, ছাত্রমিশন আহবায়কসুজন বিশ্বাস, লেবার পার্টি নেতা জাকির হোসেন, মনির হোসেন, মাসুম ফরাজী প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com