জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ক্ষমতা সরকারেরও নেই: মির্জা ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেওয়ার এখতিয়ার জামুকারনেই। আর জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ক্ষমতা সরকারেরও নেই।

কারণ এটা স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার বিশ্বাসঘাতকতা করা হবে, স্বাধীনতাকে অস্বীকার করা হবে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করাহবে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরের দিকে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকীতে তার কবরেফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিদেশি অতিথিদের আগমনের অজুহাতে ঢাকায় সভাসমাবেশ নিষিদ্ধেরমধ্য দিয়ে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। সরকার নিজেদের প্রয়োজনে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলেরঅধিকার হরণ করেছে।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ঢাকা মহানগর বিএনপির সাবেকসদস্য সচিব আবদুস সালাম, প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুসহপরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপি এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com