ভারতীয় আগ্রাসন বিরোধী জাতীয় কমিটি পুনঃগঠিত

0

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান উপদেষ্টা লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানইরানকে আহবায়ক এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নূরুজ্জামান হীরা কে সদস্য সচিব করে আগ্রাসন বিরোধীকমিটি গঠন করা হয়েছে।

যুগ্মআহবায়ক  কে এম আবু তাহের (এনডিপি), কমরেড ডাঃ এম সামাদ (কমিউনিস্ট পার্টি), আহমেদ বদরুদ্দীন খান, কমরেড ডাঃ সৈয়দ নুরুল ইসলাম (সাম্যবাদী দল), অধ্যাপক ইকবাল হোসেন(জাগপা), সাখাওয়াত হোসেন ভূঁইয়া (স্বদেশীগণতান্ত্রিক আন্দোলন)এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ ( বাংলাদেশ জাতীয় জোট), রকিবুল ইসলাম রিপন (দেশ বাচাঁও মানুষবাঁচাও আন্দোলন) নুরুল ইসলাম বিপ্লব (দুর্নীতি প্রতিরোধ আন্দোলন), জালাল আহমেদ, সহ ১৩ জনকে মনোনীত করাহয়েছে।

মঙ্গলবার ( মার্চ) রাতে লেবার পার্টির দলীয় কার্যালয়ে ১৩ টি রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবর্গে মতবিনিময়েসর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় গৃহীত দাবিগুলো হলো. সীমা‌ন্তে বাংলা‌দেশি নাগ‌রিক হত্যা বন্ধ কর‌তে হ‌বে।

. ফারাক্কা তিস্তা গঙ্গা ফেনীর নদীর পা‌নির ন্যায্য হিস্যা চাই।

. বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতিতে নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

. জাতীয় স্বার্থ বি‌রোধী সকল চু‌ক্তি সম‌ঝোতা বা‌তিল কর‌তে হ‌বে।

. ভারত কর্তৃক উজা‌নে একতরফা বাধ, ড্যাম, ক্যা‌নেল নির্মাণ বন্ধ কর‌তে হ‌বে।

. ট্রানজি‌টের না‌মে ক‌রি‌ডোর বন্দর ব্যবহার চু‌ক্তি বা‌তিল কর‌তে হ‌বে।

. মিয়ানমা‌রে রোহা‌ঙ্গি‌দের স্থানন্ত‌রে কার্যক‌রী পদ‌ক্ষেপ নি‌তে হ‌বে।

. বাংলা‌দে‌শে অবস্থানরত অ‌বৈধ ভারতীয়‌দের চি‌হিৃত ক‌রে ফেরত পাঠা‌তে হ‌বে।

. মুসলমান‌দের হত‌্যা নির্যাতন নিপীড়ন বন্ধ এনআর‌সির না‌মে নাগ‌রিকত্বহরন বন্ধ কর।

১০. বাংলা‌দেশ ভারত বা‌নিজ্যঘাট‌তি কমা‌তে কার্যকর ব্যবস্থা গ্রহণ কর‌তে হ‌বে।

১১. ‌জি সি‌নেমা, স্টার জলসা সহ সকল অশ্লীল চ্যানেল সম্প্রচার বন্ধ কর‌তে হ‌বে।

১২.ফেন্সিডিল ইয়াবা মাদক চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় ১৫ মার্চ সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন কর্মসুচী গ্রহন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com