মুক্তিযুদ্ধের অনেকগুলো মাইলফলক ধুলায় ঢেকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

0

মুক্তিযুদ্ধের অনেকগুলো মাইলফলক ধুলায় ঢেকে গেছে, সংস্কারের অভাবে ভেঙেচুরে যাচ্ছে: খসরু

রোববার ( মার্চ) বিকেলে ঐতিহাসিক মার্চের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে এই আলোচনা সভা হয়।

সভায় খসরু বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পাকিস্তানের সামরিক জান্তারা ক্ষমতা হস্তান্তর না করায় বাংলাদেশে যেআন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে মার্চের জনসভা। আজকে যারা ক্ষমতায় আছেন, তারাকি সেই প্রেক্ষাপট ভুলে গেছেন?’

তিনি বলেন, ‘সেই প্রেক্ষাপট হচ্ছে গণতন্ত্রের প্রেক্ষাপট। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রেক্ষাপট। সুতরাং তাদের কি সেইঅধিকার আছে মার্চ নিয়ে উচ্চকণ্ঠে কথা বলার? সেই অধিকার তাদের নেই, সেই মুখ তাদের নেই।

তিনি আরও বলেন, ‘ মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অনেকগুলো মাইলফলকের মধ্যে গুরুত্বপূর্ণ একটিমাইলফলক। মুক্তিযুদ্ধের অনেকগুলো মাইলফলক ধুলায় ঢেকে গেছে, সংস্কারের অভাবে ভেঙেচুরে যাচ্ছে। স্বাধীনতারসুবর্ণজয়ন্তীতে এসে আমরা সেই মাইলফলকগুলোকে ধূলামুক্ত করতে চাই, সংস্কার করতে চাই, জাতির সামনে তুলে ধরতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফহোসেনের সভাপতিত্বে এবং জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com