এই সরকার কাউকে সম্মান দিতে পারে না : আব্বাস

0

দেশে মাফিয়া রাজত্ব চলছেবলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার ( মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন।ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাববাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।

আজকের সমাবেশে আসতে পুলিশ বাধা দিয়েছেএমন অভিযোগ করে আব্বাস বলেন, এই সরকার কাউকে সম্মান দিতে পারেনা। সম্মান পেতে পারে না, এই সরকার ভোটের না। তাই এই সরকার আমরা মানি না।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলেরসাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক নয়ন, কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আল মামুনপ্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com