নেতা-কর্মীদের সমাবেশে আসতে বাধা দিচ্ছে পুলিশ
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার খুলনা মহানগরে সমাবেশ করবে বিএনপি। এ দিন দুপুর ২টায় খুলনার শহীদ মহারাজা চত্বরে এ সমাবেশ করবে দলটি। সমাবেশকে কেন্দ্র করে মহানগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় সমাবেশস্থলে আসার সময় নেতা-কর্মীদের বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপির নেতারা।
এ দিকে দুপুরে সমাবেশস্থলে মিছিল নিয়ে যাওয়ার সময় খুলনা পার্টি অফিসের সামনে দলটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের মিছিল আটকে দেয় পুলিশ। এ সময় নেতা-কর্মীরা মিছিলে বাধা দেয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এ ব্যাপারে সাংবাদিকদের আজিজুল বারী হেলাল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমাদের মিছিলে বাধা দিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে যে কারোরই সভা সমাবেশ করার অধিকার আছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’