১ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বছরব্যাপী কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠান
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলের বছরব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হোটেল লেকশোরে করবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বছরব্যাপী কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠান ১ মার্চ বেলা ৩টায় গুলশান ৪১ নম্বর সড়কে হোটেল লেকশোরে অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করবেন।
স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও পেশাজীবী নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ১৯ দিনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।