লেবার পার্টির সভায় আগ্রাসন বিরোধী জোট গড়ার সিদ্ধান্ত

0

স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্র সমুহের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদী প্লাটফর্ম গড়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

(শুক্রবার) বিকাল ৪ টায় বাংলা‌দেশ ‌লেবার পা‌র্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে দলীয় কার্যাল‌য়ে মুক্ত মত‌বি‌নিময়ে বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতা রক্ষায় সকল দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান উপ‌স্থিত বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক ও সামা‌জিক সংগঠ‌নের নেতৃবর্গ।

সভায় নেতৃবর্গ সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ, তিস্তা, গঙ্গা ও ফেনী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, দেশবিরোধী কালো চুক্তি বাতিল, স্টার জলসা, জি-সিনেমা সহ সকল অশ্লীল চ্যানেলের সম্প্রচার বন্ধ, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের চিহিৃত করে ফেরত পাঠানো ও ফেনসিডিল-ইয়াবা নামক মাদক থেকে যুবসমাজকে রক্ষা এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কার্যকর উদ্যোগ গ্রহনের দাবীতে আ‌ন্দোলন জোরদার কর‌তে ঐক‌্যবদ্ধ প্লাটফর্ম গড়ার প্রাথ‌মিক সিদ্ধান্ত গ্রহন করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com