লেবার পার্টির সভায় আগ্রাসন বিরোধী জোট গড়ার সিদ্ধান্ত
স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্র সমুহের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদী প্লাটফর্ম গড়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
(শুক্রবার) বিকাল ৪ টায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে মুক্ত মতবিনিময়ে বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতা রক্ষায় সকল দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ।
সভায় নেতৃবর্গ সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ, তিস্তা, গঙ্গা ও ফেনী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, দেশবিরোধী কালো চুক্তি বাতিল, স্টার জলসা, জি-সিনেমা সহ সকল অশ্লীল চ্যানেলের সম্প্রচার বন্ধ, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের চিহিৃত করে ফেরত পাঠানো ও ফেনসিডিল-ইয়াবা নামক মাদক থেকে যুবসমাজকে রক্ষা এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কার্যকর উদ্যোগ গ্রহনের দাবীতে আন্দোলন জোরদার করতে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহন করা হয়।