ফের বিতর্কে নরেন্দ্র মোদি স্টেডিয়াম!

0

নরেন্দ্র মোদির নামে নামকরণ করা আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম নিয়ে গত বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। সেই সমালোচনার সঙ্গে যোগ হলো আরেক বির্তক।

১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখার জন্য ৫৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়। করোনাকালীন মাঠে প্রবেশের অনুমতি পেয়ে রীতিমতো কাণ্ড ঘটান এক দর্শক।

ছোঁয়াচে ভাইরাস করোনাকালীন বায়ো-বাবলের কঠিন সতর্কতার মধ্যে ভারত-ইংল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচে নিরাপত্তাবেষ্টনী ভেঙে মাঠে প্রবেশ করেন ভারতীয় এক সমর্থক। ওই সমর্থকের এমন কাণ্ডে রীতিমতো ভয় পেয়ে যান দুই দলের ক্রিকেটাররা।

ভারতীয় অধিনায়ক বারবার ওই দর্শককে থামার অনুরোধ করলেও সেই ভক্ত থামেননি। নিরাপত্তারক্ষীরা দ্রুত সেই সমর্থককে মাঠ থেকে বের করে দেন।

২০১৫ সালে পুরনো মোতেরা স্টেডিয়াম ভেঙে নতুন করে গড়া শুরু হয়েছিল। সব দিক থেকেই আধুনিক এ স্টেডিয়ামের এখন নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে।

তবে এতসব বিতর্কের মধ্যে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে পাঁচ দিনের টেস্ট মাত্র দেড় দিনে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতে নেয় স্বাগতিক ভারত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com