বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি উদ্বোধন ১ মার্চ
আগামী ১ মার্চ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।
মাসব্যাপী ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২ মার্চ ছাত্র সমাজ কর্তৃক ‘স্বাধীনতার পতাকা উত্তোলন’ শীর্ষক আলোচনা। ৩ মার্চ ছাত্র সমাজ কর্তৃক ‘স্বাধীনতার ইশতেহার পাঠ’ শীর্ষক আলোচনা সভা।
ড. মোশাররফ জানান, বছরব্যাপী কর্মসূচি হলেও একমাস একমাস করে কর্মসূচি ঘোষণা করা হবে।