করোনার টিকা নিলেন মির্জা আব্বাস দম্পতি

0

করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দম্পতি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল তারা টিকা নেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, আমরা আজকে করোনা ভাইরাসের টিকা নিয়েছি। এখন পর্যন্ত ভালো আছি। তেমন কোনো সমস্যা দেখা দেয়নি।

এর আগে গত বছরের নভেম্বর মাসে করোনা ভাইরাসের আক্রান্ত হন মির্জা আব্বাস ও আফরোজ আব্বাস। তারা বাসায় থেকেই চিকিৎসা নিয়েছিলেন।

এর আগে গত ২৮ জানুয়ারি দেশে আনুষ্ঠানিকভাবে টিকা দেয়ার কার্যক্রম শুরু হলে সেইদিন ঢাকা মেডিক্যাল কলেজ টিকা নেয় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুকসহ দলের অনেক নেতা টিকা নেন।

এদিকে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী করোনা টিকা নেয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও। তবে, বয়স ও নানা রকমের শারীরিক অসুস্থতার জন্য টিকা পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com