শিগগিরই দেশে গণতন্ত্র এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে: মেজর হাফিজ
খুব শিগগিরই দেশে গণতন্ত্র এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে বিডিআর ট্রাজেডি দিবস উপলক্ষে বনানী সামরিক করব স্থানে, শহীদের কবরে বিএনপির সিনিয়র প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মেজর হাফিজ বলেন, এমন নির্মম হত্যাকান্ডের যারা মূল পরিকল্পনাকারী তাদের বিচার এ দেশে হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরা এ দেশে সুশাসন কামনা করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা খুব দ্রুত তার মুক্তি কামনা করছি। এই দেশে গণতন্ত্র এবং আইনের শাসন অতি অল্প সময়ের মধ্যে সুপ্রতিষ্ঠিত হবে বলে কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমূখ।