ঘুণে ধরা সমাজ বদলে দিতে পারে যুবকরাই: এমপি মোশাররফ

0

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেছেন, যুব সমাজই পারে ঘুণে ধরা সমাজ বিনির্মাণ করে ঢেলে সাজাতে। সৃজনশীলতা সৃষ্টি করতে পারে যুব সমাজ। সৃজনশীল যুবকরা আগামী দিনে নেতৃত্ব দেবে এ দেশের।

তিনি মঙ্গলবার রাতে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পাঁচগ্রাম হাইস্কুল মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পাঁচগ্রাম ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু তাহের সরদার হান্নান, আরাফাত আলী রাজু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুবেল হোসেন, সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান, আওয়ামী লীগ নেতা শামীম খন্দকার, বিএনপি নেতা শাহাজাহান আলী, জহুরুল ইসলাম, শহিদুল ইসলাম।

ইউপি সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাইকড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠু চৌধুরী, কালাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান খান মিন্টু, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান, প্রধান শিক্ষক মোস্তফা, মৌলভী আলীম, পাঁচগ্রাম ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক তৌফিক ও সিনিয়র সহ-সভাপতি শাহাদত সরকার সোহান প্রমুখ।

এমপি মোশাররফ হোসেন পরে মাঠের চলমান কাজের আগ্রগতি পরিদর্শন এবং মসজিদের প্রাচীর উদ্বোধন করেন। এ সময় মসজিদ কমিটি এমপিকে ধন্যবাদ জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com