খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৫৪ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেলা ১১টায় তার মরদেহ কচিকাঁচার মেলায় নেয়া হবে। এবং বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় রবিবার বিকেল থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে করোনায় আক্রান্ত হলে গত ১ ফেব্রুয়ারি ইব্রাহিম খালেদকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।