‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে’
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে পরমাণু সমঝোতায় আমেরিকার প্রত্যাবর্তনের বিরোধিতা করেছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ। পরিষদ বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে এ সমঝোতায় আমেরিকার ফিরে আসায় কোনো লাভ নেই বরং তাতে ক্ষতিই বেশি হবে।
গতকাল (সোমবার) ইরানের পঞ্চম বিশেষজ্ঞ পরিষদের অষ্টম অধিবেশন থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার নির্দয় নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে ইরানি জনগণের প্রতিরোধ, আত্মত্যাগ ও কষ্ট স্বীকারের মাধ্যমে। বিশ্ববাসী আরেকবার আমেরিকার আরো একজন গোঁয়ার ও কুচক্রি প্রেসিডেন্টকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে দেখেছে। অথচ ইরানের ইসলামি শাসনব্যবস্থা জনগণের সমর্থন ও পৃষ্ঠপোষকতা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
বিশেষজ্ঞ পরিষদের বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসুক বা না আসুক তার কোনো প্রভাব ইরানি জনগণের প্রতিরোধের ওপর পড়বে না। আর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাদের ফিরে আসারও কোনো অর্থ নেই।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইরানসহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোর সঙ্গে এই সমঝোতার ভবিষ্যত নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। তবে তেহরান বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না।