নতুন প্রজন্মকে মিথ্যা দ্বারা প্রভাবিত করে মিথ্যা ইতিহাস শেখানোর প্রচেষ্টা করা হচ্ছে: মঈন খান

0

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল মঈন খান বলেন, `ভাষা আন্দোলন কারা করে্ছেন সেটা আমরা সবাই জানে। আজকে নতুন নতুন নাম শুনি, তারা নাকী একু্শে ভাষা আন্দোলনে বিরাট ভুমিকা পালন করেছিলেন। আমি তাদের নাম উল্লেখ করতে চাই না। শুধু এইটুকু বলব যে, জোর করে ইতিহাস লেখা যায় না।’ গতকাল সোমবার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন।

তিনি বলেন, `ভাষা আন্দোলনে যাদের অবদান সেই অবদানের তালিকায় নতুন করে নাম যো্গ করার প্রচেষ্টা করা হচ্ছে। হাস্যকর হচ্ছে। নতুন প্রজন্মকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মিথ্যা দ্বারা প্রভাবিত করে তাদেরকে মিথ্যা ইতিহাস শেখানোর প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু এভাবে একটি জাতিকে প্রতারিত করা যায় না। এদেশের মানুষ অতীতে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতে রুখে দাঁড়াবে।’

তিনি বলেন, `কিছুদিন আগে আপনারা শুনেছেন জোর করে নতুন ইতিহাস লেখা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছিলেন, আই রিভোল্ট এবং যিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন, জয়লাভ করে দেশে বিজয়ীর বেশে ফিরে এসেছিলেন।’

`এদেশের মানুষ ভালোবে্সে তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলো। সেই উপাধি কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাত কী হচ্ছে? ইতিহাসকে বদলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এটি যেমন একটি উদাহরণ একদিকে। অন্য উদাহরণ আমি দিয়েছি।’

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com