বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের “প্রেস বিজ্ঞপ্তি”
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বহিঃবিশ্ব কমিটি প্রসঙ্গে সংগঠনটির দপ্তর সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কর্তৃক আদিষ্ট হয়ে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যুবকদের সংগঠিত জেলা সমমর্যাদায় কমিটির অনুমোদন দিয়ে থাকে এবং এই কমিটি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র অনুমোদিত বৈধ কমিটি হিসেবে বিবেচিত হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে বহিঃবিশ্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদিত কমিটি সমূহ হচ্ছে ০১। যুক্তরাষ্ট্র, ০২ যুক্তরাজ্য, ০৩ সৌদি আরব, ও ৪। মালেশিয়ার কমিটি এর বাহিরে আপাতত যুবদলের কোন অনুমোদিত কমিটি নাই।
-প্রেস বিজ্ঞপ্তি