“নির্বাচন কমিশনার নির্লজ্জ” তাকে লজ্জা দেয়ার লজ্জা দেয়ার ক্ষমতা কারো নেই: নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেছেন, নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোট দিতে পারবেন। বেশিরভাগ জনগণ যাদেরকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। আর এটা হলো নির্বাচন কিন্তু এখন দেশে যা হচ্ছে তা নির্বাচনের ধারে-কাছেও নেই।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, যদি না দল নিরপেক্ষ একটি সরকার ক্ষমতাসীন হয় এবং যোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন হয়। তাহলে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। আর সেই পরিবেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘২১-এর চেতনায় স্বৈরাচার পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা এ সভার আয়োজন করে।
নজরুল ইসলাম খাঁন বলেন, ‘এত কিছুর পরেও নির্বাচন কমিশনার বলে, খুব ভালো নির্বাচন হচ্ছে, আমেরিকার চেয়েও আমাদের ভালো নির্বাচন হয়। যাই বলি না কেন, তাকে (নির্বাচন কমিশনার) লজ্জা দেয়ার ক্ষমতা কারো নেই। তবে আমরা এটুকু বলতে পারি, আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’