নৈরাজ্য মোকাবেলায় ১৪ দল প্রস্তুত: নাসিম
খালেদা জিয়ার মুক্তি দাবিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে পাড়ায় মহল্লায় ১৪ দল প্রস্তুত থাকবে বলে বিএনপিকে হুঁশিয়ার করেছেন এই জোটের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাসিম বলেন, “বিএনপি হুমকি দেয়, একদফা আন্দোলন করবে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আন্দোলন করবে তারা। ঘোষণা দিয়ে বলেছে, ৫ তারিখের রায় যদি উল্লাপাল্টা হয়, একদফা আন্দোলন করবে।
“রায় কী হবে না হবে সেটা তো সুপ্রিম কোর্ট জানে। তারা কীভাবে বললেন, ৫ তারিখে আমরা আন্দোলনে নামব। বিএনপির যারা হুংকার দেয়, তাদের স্মরণ করে দিতে চাই, এ হুংকার দিয়ে কোনো লাভ হবে না। যদি কোনো নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেন, মনে রাখবেন ১৪ দলকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলবে।”
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “হুমকিতে কোনো কাজ হবে না। ফাঁকা মাঠে ফাঁকা আওয়াজ তুলে কোনো লাভ হবে না।”