“বীর উত্তম” রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রস্তাব: লন্ডন সিটি যুবদলের ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম)’র রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে লন্ডন সিটি যুবদলের ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত”
আব্দুল হামিদ খান সুমেদ:-
মহান স্বাধীনতার ঘোষক,বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)’র মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রাপ্ত রাষ্ট্রীয় খেতাব “বীর উত্তম” উপাধী বর্তমান আওয়ামী সরকার কর্তৃক বাতিল করার প্রস্তাবের প্রতিবাদে লন্ডন সিটি যুবদলের উদ্যোগে গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার এক ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ আকমলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় উক্ত ভার্চ্যুয়াল প্রতিবাদ সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন যুবদল নেতা আহমেদ জকি।
সূচনা বক্তব্যে সভাপতি কাজী তাজ উদ্দিন নেতৃবৃন্দের উদ্দ্যেশে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে সকল নেতৃবৃন্দকে প্রতিবাদ সভায় সংযক্ত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভার্চ্যুয়াল প্রতিবাদ সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সভাপতি জনাব রহিম উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক জনাব আফজাল হোসেন।
প্রধান অথিতির বক্তব্যে জনাব রহিম উদ্দিন বলেন, বর্তমান আওয়ামী সরকার হিংসাত্মক রাজনীতি শুরু করেছে আর শহীদ জিয়াউর রহমান সাহেবের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রস্তাব তারই ধারাবাহিকতা মাত্র। তিনি সরকারের এ হীন চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রধান বক্তার বক্তব্যে জনাব আফজাল হোসেন বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের হ্নদয়ে মিশে আছেন।তাই শহীদ জিয়াউর রহমান সাহেবের রাষ্ট্রীয় খেতাব কেউ কেড়ে নিতে পারবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সরকার তার এ হীন সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের প্রতি সম্মান প্রদর্শন করবে। অন্যতায় দেশ বিদেশে গণআন্দোলনের মাধ্যমে সরকারের মসনদ ভেঙে জনগণের সরকার অচিরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে।
এছাড়াও ভার্চ্যুয়াল প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি বাকী বিল্লাহ জালাল,আক্তার আহমদ শাহীন,শাহনুর মিয়া,যুক্তরাজ্য যুবদলের যগ্ম-সম্পাদক নরুল আলী রিপন,আব্দুস সাত্তার ইমন,যুক্তরাজ্য যুবদল নেতা মাহমুদুর রহমান রিয়াজ,লন্ডন মহানগর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মামুন,লুটন যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিস,লন্ডন মহানগর যুবদলের সহ সভাপতি উজ্জল আহমদ,সানুর মিয়া,শেখ শামিম আহমদ,ফ্রান্স যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন,সৌদি যুবদলের যুগ্ন-আহ্ববায়ক শেখ মোস্তাক আহমদ, লুটন যুবদলের সাধারন সম্পাদক মামুন আহমদ,সহ-সাধারন সম্পাদক আল-আমিন, রচডেল যুবদলের সাধারন সম্পাদক মহসিন মিয়া,সোয়ানসী যুবদলের সাধারন সম্পাদক রেজাউল করিম,শ্রমিক দলের নেতা আব্দুস সামাদ রাজ,এ জে লিমন,লন্ডন সিটি যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল, সহ-সভাপতি আব্দুল আজাদ,মো: আনোয়ার হোসেন রাজু,মো: রামিম আহমদ,আব্বাস উদ্দিন,সিপার রেজা,সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইশতেখার হোসেন রাসেল,যুগ্ম-সম্পাদক সৈয়দ মামুন আহমদ,এস এম জেড ইমাম নাসির,মো: শরীফ রানা,সামিউল হক, মো: ওবায়দুর রহমান খাঁন,আজিজুর রহমান, জামাল আহমদ রবি,মো:আনিসুর রহমান তালুকদার,সহ-সাধারন সম্পাদক নুরুস সাদিক রিমন আহমদ,মইনুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম,প্রচার সম্পাদক হাম্মাদ আহমদ, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: আফজল চৌধুরী,সহ তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: ছাদেকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক এইচ এম ওমর ফারুক, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন, সদস্য কদ্দুছ আলী, মো: আব্দুল গফ্ফার শাহীন, মিজান আহমদ, মোহাম্মদ সেলু মিয়া, মো: সাইফুর রহমান কমল, মো: সিজিল মিয়া প্রমুখ৷
বক্তারা ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের রাষ্ট্রীয় খেতাব “বীর উত্তম” বাতিলের প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরিশেষে ভার্চ্যুয়াল প্রতিবাদ সভার সভাপতি কাজী তাজ উদ্দিন সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সরকারকে এ হীন ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্ববান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।।