আওয়ামী স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে: রিজভী

0

এই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের পতন ‘অত্যাসন্ন’ বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ইতিহাস বলছে, এদেশের মানুষ কখনোই স্বৈরশাসককে গ্রহণ করেনি। স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না। তাঁর পতনের ঘণ্টা, পতনের সাইরেন বেজে উঠেছে।’

প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে রিজভী আরও বলেন, ‘তিনি যেভাবে অত্যাচার-নিপীড়ন এবং বিরোধী শক্তি এবং মতকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন, এর কারণটাই হচ্ছে তাঁর পায়ের নিচে মাটি নেই। সেজন্য তিনি এখন অন্ধ রাষ্ট্রশক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দমিয়ে রেখে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। এটা আর তিনি পারবেন না। তাঁর বিদায় ঘণ্টা, বিদায়ের সাইরেন বেজে উঠেছে। এখন তার পতনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

শুক্রবার (১৯ ফেব্রয়ারি) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে আমরা একটি সংকটকাল অতিক্রম করছি। তাই নানা শ্রেণি-পেশার মানুষ যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে তারা সবাই আজকে একত্রিত হয়েছে। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করার এই সরকার নানাভাবে জুলুম-নির্যাতন করছে। বেগম খালেদা জিয়া বন্দি, তার পরেও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত করার জন্য নানাভাবে নানান পন্থা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী। সে কারণে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে শেখ হাসিনার বিক্ষুব্ধ।’

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেরানীগঞ্জে একটি মানববন্ধনের আয়োজন করেছিল স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সেখানে মনে হয়েছে জিনজিরা এলাকায় হরতাল চলছে। পুলিশ এমন অবস্থান নিয়েছে, যারা মানববন্ধন করতে চেয়ে ছলেন তাদেরকে দাঁড়াতে দেয়া হয়নি। সেখান থেকে কিছু দূরেই আওয়ামী লীগের অফিস। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নেন, যাতে বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন করতে না পারেন। একদিকে পুলিশের রাইফেল অন্যদিকে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার অন্যায়-অত্যাচার আজকে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে এটা প্রচারিত হচ্ছে, প্রকাশিত হয়েছে। মুখ দেখাতে পারছেন না তারা। তাই আর যাতে কেউ কথা বলতে না পারে সেজন্য কণ্ঠের স্বাধীনতাকে স্তব্ধ করে গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে বন্দি করে দেশনায়ক তারেক রহমানকে দেশে আসতে না দিয়ে ভয়ঙ্কর নৈরাজ্য তৈরি করেছে এই ফ্যাসিবাদী সরকার।’

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘মনে করেছেন তিনি আজীবন এমন করে ক্ষমতায় টিকে থাকবেন। ভেবেছেন তাঁর অপকর্ম কেউ জানবে না। কিন্তু সবাই যেনে গেছে। বিচার বিভাগ নিয়ে আইন-আদালত নিয়ে এবং মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে অপকর্ম করেছেন সেই অপকর্ম এখন দেশে-বিদেশে প্রকাশিত হচ্ছে।’

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব মুজিবুর রহমান, মৎসজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম ও তাতীদলের যুগ্ম আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com