আল-জাজিরার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সত্য উৎঘাটন রাষ্ট্রের জন্য অপরিহার্য: রব
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সত্য উৎঘাটন রাষ্ট্রের জন্য অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
রব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লগ্নে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে নেতিবাচক পরিচিতি প্রকাশ পাচ্ছে, তা আমাদের জাতির জন্য খুবই বেদনাদায়ক। এই পরিস্থিতিতে আল-জাজিরার প্রতিবেদনকে প্রত্যাখ্যান বা তথ্যচিত্র অপসারণ করেই রাষ্ট্রীয় মর্যাদা রক্ষা সম্ভব নয়। সরকারকে এ বিষয়ে সত্য অনুসন্ধানে সর্বোচ্চ অগ্ৰাধিকার দিতে হবে।
সরকার যদি সাংবিধানিক ও নৈতিক চেতনায় রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতো, অবাধ নির্বাচন হতো, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হতো এবং ক্ষমতা কুক্ষিগত করার ক্ষতিকর পরিণতি বিবেচনায় রাখতো তাহলে আজ আল-জাজিরা ষড়যন্ত্র করেও রাষ্ট্রের মর্যাদা ক্ষুন্ন করতে পারতো না বলে উল্লেখ করেন তিনি।