আল জাজিরার সংবাদে আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে: এ্যানি

0

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের এক মন্ত্রী বলেছেন, জিয়াউর রহমানের খেতাব নাকি আইনসম্মতভাবে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। কিন্তু তারা তো আইনসম্মতভাবেই ক্ষমতায় নেই। যারা আইনসম্মতভাবে ক্ষমতায় নেই, তাদের আইন নিয়ে কথা বলারও কোনো অধিকার নেই। আল জাজিরা যেখানে হাত দিয়েছে সেখানেই সাকসেস হয়েছে। তাদের সংবাদের পর আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে।

তিনি বলেন, জয়কালে ক্ষয় নেই, মরণকালে ওষুধ নেই। হাসিনার অবস্থান শেষ পর্যায়ে। এ পর্যায়ে ওষুধেও কিন্তু কাজ হবে না।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে তাঁতিদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি চৌধুরী এসব কথা বলেন।

বিএনপি নেতা এ্যানি আরও বলেন, ‘এক-এগারোর সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে। বিচার বিভাগ এবং আইনের শাসনকে জিম্মি করে আজকে তারা ক্ষমতার আসীনে রয়েছে। ৯ বছর আন্দোলনের পর এরশাদের পতন হয়েছে। আমরা কিন্তু আন্দোলন চাঙ্গা করছি। এ আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হবে।’

জেলা তাঁতী দলের আহবায়ক হুমায়ুন কবির চৌধুরীর সভপতিত্বে সভাপতির উদ্বোধক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

তাঁতি দলের জেলা কমিটির সদস্য সচিব মুক্তার হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন চাষী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা সাইফুল ইসলাম শাহীন, আবদুল আলিম হুমাযুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com