বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কল্যাণ পার্টির সংবাদ সম্মেলন
বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে ‘জরুরি’ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান কার্যালয়ে (মহাখালি-ডিওএইচএস) এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে কথা হবে।