বানের স্রোতের মধ্যে ভেসে যাবে মাফিয়া সরকার: আলাল

0

বিএনপির সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত যোগদানের প্রতি ইঙ্গিত করে দলটির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বানের স্রোতের মতো নেতাকর্মীরা আসছে। এই স্রোতে ভেসে যাবে মাফিয়া সরকার।’

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আইনশৃংখলা বাহিনীর উদ্দেশ্যে আলাল বলেন, ‘আজকের কর্মসূচিতে আসার পথে নেতাকর্মীদের যেখানে যে অবস্থায়ই আপনারা বাধা দিয়ে পথরোধ করে রেখেছেন, দয়া করে তাদেরকে ছেড়ে দেন। অল্প কয়েকজন মানুষকে আটকে রেখে কিছু করতে পারবেন না। বানের স্রোতের মতো নেতাকর্মীরা আসছে। এই বানের স্রোতের মধ্যে ভেসে যাবে মাফিয়া সরকারের সমস্ত আসর এক এক করে। সেই দিন পর্যন্ত ক্লান্তিহীনভাবে আমরা আন্দোলনের মধ্যে থাকবো।’

বিএনপির এই নেতা বলেন, ‘কাল সারারাত ঘুমোতে পারিনি। আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দাঁতভাঙা জবাব দেবো’। উনার এই বক্তব্যের পর আমি সারাক্ষণ হাত দিয়ে মুখ ঢেকে রাখি। কখন দাঁতটা ভেঙে ফেলে! কিন্তু মুশকিল হচ্ছে, দাঁত কোন জায়গায় ভাঙবেন? গতকাল ফেনী ও নোয়াখালীর আপনার নেতারা বলেছেন, আপনার ভাই কাদের মির্জা নাকি বিএনপির এজেন্ট। এখন ভাঙেন দাঁত। পারলে ওখানে গিয়ে দাঁত ভাঙেন।’

ওবায়দুল কাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এর আগে দেখলাম হাজী সেলিমের পোলা (সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ইরফান সেলিম) নৌবাহিনীর এক কর্মকর্তাকে মেরে দাঁত ভেঙে দিয়েছে। তার আগে দেখেছি, শামীম ওসমান ও আইভী রহমান দাঁত ভাঙাভাঙি করছে। তার আগে দেখেছি, মাহবুব-উল আলম হানিফ ও হাসানুল হক ইনুর মধ্যে দাঁত ভাঙাভাঙি চলছে। তার আগে দেখেছি, কাজী জাফরউল্লাহ ও নিক্সন চৌধুরী একজন আরেকজনের দাঁত ভাঙছে। এই যে দাঁত ভাঙাভাঙি চলছে, এখন পারলে নিজের ঘরে দাঁত ভাঙেন।’

যুবদলের সাবেক সভাপতি আরও বলেন, ‘নোয়াখালীর নেতারা বলেছে, ওবায়দুল কাদেরের পরিবার নাকি রাজাকারের বংশধর। আমি কাদের সাহেববে বলতে চাই, যারা এ কথা বলেছে- এবার পারলে তাদের দাঁত ভাঙেন।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে আলাল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত নেই। বেগম খালেদা জিয়া বন্দি। তারেক রহমান দেশের বাইরে। এ কারণে মনে করেছেন সুযোগ পেয়ে গেছেন? না, সুযোগ পান নাই। দয়া করে মনে রাখবেন, বিএনপির হচ্ছে সেই গরম পানি, যে গরম পানি নরম ডিমকে শক্ত করে আর শক্ত আলুকে নরম করে। যা করা দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ্।’

ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যা করেছেন ভালো করেছেন। এবার দয়া করে থামেন। না হলে লু‌ঙ্গিতে মাড়কাচা দিলেও কাজ হবে না। যখন আপনারা দৌড়াবেন তখন অন্য গ্রুপ বলবে ‘লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স’। সেই দিনের জন্য প্রস্তুত থাকেন। জিয়াউর রহমান কিংবা বেগম জিয়ার দিক থেকে হাত সরিয়ে নেন। গ্রেফতার সবাইকে মুক্তি দেন।’

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও আব্দুল সালাম, দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও শহিদুল ইসলাম বাবুলসহ ছাত্রদল, যুবদল, মহিলাদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com