বিএনপি নয় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার অভিজ্ঞতা আওয়ামী লীগের, কাদেরকে নজরুল

0

পুনরায় করোনাভাইরাসের টিকার বিকল্প উৎস খোঁজার তাগিদ দিয়েছে বিএনপি। গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘একটি সোর্সের ওপরে, একটি সাপ্লাইয়ের ওপরে আমাদের নির্ভর করা সমীচীন হচ্ছে না। কোনো দেশই একটি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এই ভ্যাকসিন আনার ব্যবস্থা নেয়নি, তারা একাধিক সূত্র থেকে ক্রয়ের ব্যবস্থা নিয়েছে।’

খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা এখনো বলছি, আমাদের বিকল্প সোর্স যদি খোঁজা না হয় তাহলে কিছুদিন পর যে পরিমাণ ভ্যাকসিন আমাদের দেয়া প্রয়োজন, সেই পরিমাণ ভ্যাকসিন দেয়া সম্ভব হবে না সরকারের।’

বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্নের প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারা (সাংবাদিক) নিজেরাই তো সাক্ষী, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ঘটনা ঘটেছে- এই ঝগড়াটা কে লাগিয়েছে? বিএনপি না সরকারের পুলিশ। তো এখন তারা আক্রমণ করে যদি বলে আমরা ঝগড়া লাগাচ্ছি- এটার জন্য আমাদের প্রশ্ন না করে বরঞ্চ তারা যখন প্রশ্ন করে তাদের বলা উচিত যে, আপনি এই কথা বলছেন কিন্তু আপনাদের লোকই তো ঝগড়া লাগাচ্ছে।’

‘একজন মন্ত্রী একটা পার্টির জেনারেল সেক্রেটারি, আল জাজিরার মতো একটা সংবাদমাধ্যম সম্পর্কে কিছু জানেন না এটা বিশ্বাস করা কঠিন। কাতারের শাসকগোষ্ঠীর মালিকানাধীন আন্তর্জাতিক পর্যায়ের সংবাদমাধ্যম তাকে প্রভাবিত করছে বাংলাদেশের বিরোধী দল বা বিএনপি- এ রকম কথা যে বলে তার প্রশ্নের কোনো জবাব দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বরঞ্চ তাকে বলা দরকার, আপনি বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন তারপর কথা বলেন।’

শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এই ভার্চুয়াল বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com